Friday, November 16, 2012

এইচটিএমএল এর খুটি নাটি [ এট্রিবিউট ]

আজকে আমরা এট্রিবিউট নিয়ে আলোচনা করবো, গত পোস্টে ট্যাগ নিয়ে কথা হয়েছিলো,আজকে এট্রিবিউট নিয়ে বিস্তারিত বলবো , সহজ ভাষায় ট্যাগ কে মডিফাই করার জন্য এট্রিবিউট ইউজ করা হয়,মনে করুন একটা ওয়েব পেজে আমরা একটি বক্স বানাবো, ট্যাগ কে ইউজ করে আমরা বক্সের গঠন বানাতে পারবো ,কিন্তু এর সঠিক রুপ দিতে পারবো না , আশা করি আমার কথার মর্ম বুজতে পেরেছেন, তার মানে বক্স বানাতে হলে,বক্সের height এবং Width দিতে হবে ,আর এট্রিবিউট কে ইউজ করে আমরা এর ভেলু দিতে পারবো । 

উদারন দেখতে এখানে ক্লিক করুন  ।

Read more »

এইচটিএমএল এর খুটি নাটি [ ট্যাগ ]

এইচটিএমএল এর খুটি নাটি [ এইচটিএমএল ট্যাগ (Tag) ]
আগের পোস্ট টি দেখে নিন,তাহলে বিস্তারিত বুজতে পারবেন, আজকে এইচটিএমএল ট্যাগ নিয়ে আলোচনা করা হবে।


ওয়েব পেজের ডান হতে বামে সব সময় আপনি ট্যাগ দেখতে পাবেন,এটি এমন ভাবে পদরশিত হয় ,যেন Paragraph দেখতে Paragraph এর মতো Table দেখতে Table এর মতো ,

ট্যাগ এর প্রধান ৩ টি অংশ থাকেঃ
১. ওপেনিং ট্যাগ
২. কনটেন্ট
৩. ক্লোজিং ট্যাগ

এই ট্যাগ এর মাধ্যমে আপনি,আপনার মেসেজ পাঠাতে পাড়বেন ওয়েব পেজে ।
মনে রাখবেন ট্যাগ গুলো কে ছোট হাতের অক্ষর দিয়ে লিখা হয় ।
আর সব ট্যাগ এ ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করলেও লাইন ব্রেক ট্যাগ এ ক্লোজিং ট্যাগ লাগে না।

# লাইন ব্রেক ট্যাগ এর ব্যাবহার পড়ে দেখানো হবে ।

উদারনঃ <p>A Paragraph Tag</p>












Read more »

Sunday, November 11, 2012

এইচটিএমএল এর খুটি নাটি






এইচটিএমএল শিখার ক্ষেত্রে যে সকল জিনিস গুলো শিখতে হবে,সে গুলো হলোঃ


> এলিমেন্ট
> ট্যাগ
> এট্রিবিউট
এদের একটা ছাড়া এইচটিএমএল কল্পনা করা সম্ভব না, আসুন বিস্তারিত জেনে নেই।
>>>>>>>>>>>এলিমেন্ট<<<<<<<<<<<

এলিমেন্ট কি ?
এইচটিএমএল ট্যাগের শুরু এবং শেষ ট্যাগের মধ্যে যা আছে, এই সব গুলো হচ্ছে এলিমেন্ট। আপনার চোখের সামন,ওয়েব পেজের মধ্যে যা বিদ্ধমান এই সব হচ্ছে এলিমেন্ট।
আপনার ওয়েব পেজের মধ্যেঃ
Paragraph
image
link

এই সব গুলো হচ্ছে এলিমেন্ট এর সাহায্যে ওয়েব পেজের মধ্যে ভেসে উঠে। একটি ওয়েবপজের মধ্যে অতি প্রয়োজনীয় চারটি দরকারী এলিমেন্ট থাকে,সে গুলো হচ্ছেঃ
html
head
title
body

এগুলো ছাড়া ওয়েবপেজ করা সম্বব না।এইচটিএমএল করার সময় প্রথমে
<html>
</html>

প্রত্যেক টেক্সট এর শুরুতে লেজদেন এবং ক্লোজ এর সময় গেটারদেন চিনহ ব্যাবহার করতে হয়।

এখন এলিমেন্ট এর চারটি দরকার জিনিস নিয়ে আলোচনা করবোঃ
html
head
title
body
উদারন দেখুন

<html>
<head>
<title>
We are learning Html
</title>
</head>
<body>
this is a 1st web page
</body>
</htm>

এখন এই কোড গুলো নিজে নিজে লিখে সেভ করুন এবং ব্রাউজারে ওপেন করে দেখুন। ফাইল টা সেভ করার সময় যা নাম দিবেন এক্সটেনশন হিসাবে .html দিয়ে সেভ করবেন ।

এখন দেখুন, টাইটেল এ লিখা আছে We are learning Html এবং হোম পেজে লিখা আছে this is a 1st web page

তার মানে আমরা এলিমেন্ট সম্পর্কে জেনে গেলাম । এখন নিজে নিজে চেষ্টা করুন।


Read more »