Tuesday, March 26, 2013

এইচটিএমএল এর খুটি নাটি পর্ব 7 [ ইমেজ ট্যাগের ব্যাবহার]


ইমেজ ট্যাগের ব্যাবহারঃ 

আজকে আমরা দেখবো ,কিভাবে ওয়েব পেজে ইমেজ অ্যাড করতে হয় ?

যখন আমরা ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম ,তখন বলেছিলাম ট্যাগ হচ্ছে ২ ধরনের ,কিছু হচ্ছে ডাবল ট্যাগ , মানে যার অপেনিং এবং ক্লোজিং আছে , আর কিছু হচ্ছে সিঙ্গেল ট্যাগ যাদের কিছুই নাই :P

তেমনি ইমেজ ট্যাগ হচ্ছে সিঙ্গেল ট্যাগ

< img />

এবং ছবির উৎস হিসাবে আমরা Source ইউজ করবো ।, আর Source  কে লিখতে হবে src .

তাহলে ব্যাপার টা ক্লিয়ার ??

<img src=” ছবির বিস্তারিত ”/>

প্রথমিক ভাবে দেখবেন , আপনার ছবিটা অনেক বড় শো করতেছে , এখন
height এবং weight আট্টীবিউট ইউজ করে আমরা ছবির সাইজ বড় ছোট করতে পাড়ি ।

প্রমাণঃ <img src=”html.png”height=”150″ weight=”70″/>

এছাড়া Align ( Horizontal) এবং Valign (Vertical) আট্টীবিউট ইউজ করে ছবি কে উপরে নিচে , মাঝে ,ডানে বামে করতে পাড়ি ।

১. align ( Horizontal ) ব্যাবহার করে কি কি করতে পাড়ি ?
  • Right
  • Left
  • Center
  1. Valign(Vertical) ব্যাবহার করে কি কি করতে পাড়ি ?
  • Top
  • Bottom
  • Center

উদারনঃ

<img src=”html.png”height=”150″ weight=”70″ align=”right” />


এইচটিএমএল এ ইমেজ কে কিভাবে লিংক হিসাবে ব্যাবহার করতে হয় ??

আই মিন ছবিতে ক্লিক করলে , কিভাবে ওই ছবির ওয়েব পেজে চলে যেতে হয় ??

<a href=”http://google.com.bd”/><img src=”html.png”height=”150″ weight=”70″ align=”right” /></a>
এখন তাহলে বুজতে পেরেছেন , সবাই চর্চা চালিয়ে যান , তাহলে খুব দ্রুত শিখতে পাড়বেন ।

সেভ করে প্রিভিউ দেখুন .
. তাহলে আজ এখানে শেষ করলাম । বুজতে কোন প্রবলেম হলে , কমেন্ট এ জানাবেন ।

0 comments :

Post a Comment

দয়া করে এমন কোন মন্তব্য করবেন না , যেনো তা পাব্লিশের অযোগ্য হয় । বিষয় বস্তুর উপর মিল রেখে মন্তব্য করুন।