Friday, November 16, 2012

এইচটিএমএল এর খুটি নাটি [ ট্যাগ ]

এইচটিএমএল এর খুটি নাটি [ এইচটিএমএল ট্যাগ (Tag) ]
আগের পোস্ট টি দেখে নিন,তাহলে বিস্তারিত বুজতে পারবেন, আজকে এইচটিএমএল ট্যাগ নিয়ে আলোচনা করা হবে।


ওয়েব পেজের ডান হতে বামে সব সময় আপনি ট্যাগ দেখতে পাবেন,এটি এমন ভাবে পদরশিত হয় ,যেন Paragraph দেখতে Paragraph এর মতো Table দেখতে Table এর মতো ,

ট্যাগ এর প্রধান ৩ টি অংশ থাকেঃ
১. ওপেনিং ট্যাগ
২. কনটেন্ট
৩. ক্লোজিং ট্যাগ

এই ট্যাগ এর মাধ্যমে আপনি,আপনার মেসেজ পাঠাতে পাড়বেন ওয়েব পেজে ।
মনে রাখবেন ট্যাগ গুলো কে ছোট হাতের অক্ষর দিয়ে লিখা হয় ।
আর সব ট্যাগ এ ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করলেও লাইন ব্রেক ট্যাগ এ ক্লোজিং ট্যাগ লাগে না।

# লাইন ব্রেক ট্যাগ এর ব্যাবহার পড়ে দেখানো হবে ।

উদারনঃ <p>A Paragraph Tag</p>












0 comments :

Post a Comment

দয়া করে এমন কোন মন্তব্য করবেন না , যেনো তা পাব্লিশের অযোগ্য হয় । বিষয় বস্তুর উপর মিল রেখে মন্তব্য করুন।