Tuesday, March 26, 2013

এইচটিএমএল এর খুটি নাটি পর্ব ৬ [ মেইল লিংক ক্রিয়েট করতে হয় ]




আজকে আমরা শিখবো , কিভাবে মেইল লিংক ক্রিয়েট করতে হয় ,

আমরা অনেক সময় দেখে থাকি , অনেক ধরনের সাইটে লিখা আছে , Cont. Us তারপর mail us , এই সব হাবি যাবি । দেখবেন Mail us এ ক্লিক করার সাথে সাথে ওই ঠিকানাতে মেইল চলে যাবে , :) আপনার মনে হয়তো প্রস্ন হতে পাড়ে ,এটা কিভাবে হলো ।
তাহলে দেখুনঃ

<a href=”mailto:crkdwnbd@gmail.com”>MAil Us : </a>

আরো একটা জিনিস দেখে নিন ,
আমরা অনেক সময় ওয়েব পেজে ভিজিট করার সময় দেখা যায় , লিংক গুলোর উপরে মাউজের কার্সার নিয়ে গেলে , এক্সট্রা তত্ত্ব দেয় , নিচের ছবিটি দেখুন

আমি এখানে Getting Started এর উপরে আমার মাউজ নিয়ে যাওয়ার সাথে সাথে আমাকে নিচের বক্সসের লিখা টা দেখাইছে ,
তাহলে আসুন দেখে নেই , কিভাবে এই ট্যাগ টা ইউজ করতে হয় ।

আর একটা জিনিস মনে রাখতে হবে আমরা একটা ট্যাগের ভিতরে একাধিক Attribute ইউজ করতে পারি । আর এখন আমরা ইউজ করবো , Title কে , হুম এখন আপনার প্রশ্ন জাগতে পারে , তাহলে উপরে আমরা কিসের টাইটেল ইউজ করেছিলাম।

> টাইটেল হচ্ছে ২ ধরনের , একটা হচ্ছে ট্যাগ টাইটেল আর আরেক টা হচ্ছে  Attribute টাইটেল ।

এখন আমরা  Attribute টাইটেল ইউজ করবো , এটা কে টুলটিপস বলে ,

উদারনঃ <a href=”mailto:crkdwnbd@gmail.com” title=”Click here For send mail”>MAil Us : </a>

##নিচের ছবিটি দেখুনঃ

এখন তাহলে বুজতে পেরেছেন , সবাই চর্চা চালিয়ে যান , তাহলে খুব দ্রুত শিখতে পাড়বেন ।

সেভ করে প্রিভিউ দেখুন .
. তাহলে আজ এখানে শেষ করলাম । বুজতে কোন প্রবলেম হলে , কমেন্ট এ জানাবেন ।

0 comments :

Post a Comment

দয়া করে এমন কোন মন্তব্য করবেন না , যেনো তা পাব্লিশের অযোগ্য হয় । বিষয় বস্তুর উপর মিল রেখে মন্তব্য করুন।