Tuesday, March 26, 2013

এইচটিএমএল এর খুটি নাটি পর্ব ৫ [ লিঙ্ক ট্যাগ এর ব্যাবহার ]




এইচটিএমএল  টিউটোরিয়ালে আজকে আমরা শিখবো কিভাবে লিংক টাগের ব্যাবহার করতে হয় ?
লিংক ট্যাগ শুরু হয় <a> দিয়ে ।
<a> নাম </a>
মনে করুনঃ
আমরা গুগল হোম পেজের লিংক ক্রিয়েট করতে চাচ্ছি , তাহলে
<a href=”http://google.com.bd”>Go to Google</a>
এভার আপনার ওয়েব পেজটা সেভ করে দেখুন :) যত প্রকার লিংক ক্রিয়েট করতে হয় ,সব গুলো এই একই সিস্টেম -এ করতে হয় ।
এভার দেখুন । কিভাবে একই পেজে অন্য আরেক পেজের লিংক বা ওয়য়েব ডিরেক্টরি করতে হয় , মানে একই সাইটের ৩ টা ৪ টা পেজ থাকে ,তাইলে এক পেজে ক্লিক করলে কিভাবে , অন্য পেজে যেতে হয় ।
তাহলে এইভাবে শুরু করতে হবে
<a href=”2page.html”>Go to 2nd Page </a>
আবার মনে করুন । এখই পেজের মধ্যে , আপনি ভিউয়ার কে সহজে তার কাঙ্কিত পেজে নিয়ে যেতে চান , আই মিন
একটা পেজের মধ্যে অনেক কিছু থাকবে । আলু , মাছ, তরকারী etc .
এখন ভিজিটর যেনো আলু তে ক্লিক করলে । সে তার নিদ্দ্রিস্ত রেজাল্টে চলে যেতে পারে , সে ক্ষেত্রে
আমরা কিভাবে লিংক টা করবো ??
তাহলে শুরু করতে হবে , এইভাবে
<a name=”আলু [ অন্য কোন নামও দিতে পারেন ] ”> category আলু </a>
লিংক এর ব্যাবহার টা হবেঃ
<a href=”#আলু”>আলুর দাম দেখুন </a>
সেভ করে প্রিভিউ দেখুন .
. তাহলে আজ এখানে শেষ করলাম । বুজতে কোন প্রবলেম হলে , কমেন্ট এ জানাবেন ।

0 comments :

Post a Comment

দয়া করে এমন কোন মন্তব্য করবেন না , যেনো তা পাব্লিশের অযোগ্য হয় । বিষয় বস্তুর উপর মিল রেখে মন্তব্য করুন।