Monday, February 25, 2013

এইচটিএমএল এর খুটি নাটি – পর্ব চার [ বডি ট্যাগের ব্যাবহার ]



আমরা আজাকে দেখবো কিভাবে ওয়েব পেজের মধ্যে থাকা লেকাহ গুলো কে বড় / স্ট্রং এবং বাকা করতে হয় ।
তাহলে আসুন শুরু করা যাক । ১মে আগের মতো নোট প্যাড ওপেন করুন । এবং এই গঠন টা লেখে ফেলুন ।
<!DOCTYPE html>
<html>
<head>
<title>
</title>
</head>
<body>
<em>ami</em> ajke pura try <strong>kortesi</strong> :)

</body>
</html>

এবার ব্রাউজারে ওপেন করে দেখুন ।
ami লেখা টা বেঁকা এবং kortesi  লেখা টা মোটা দেখাচ্ছে ।
তার মানে আমরা  <em> ট্যাগ দিয়ে লেখাকে বাঁকা করতে পাড়ি এবং <strong> দিয়ে যে কোন টেক্সট কে সবার নজরে রাখার জন্য একটু মোটা করতে পারি ,
আজকে এইতক থাকুন , এখন বাকি টা আপনি চেষ্টা করুন । নোট প্যাড ওপেন করে , প্র্যাকটিস শুরু করে দিন।

0 comments :

Post a Comment

দয়া করে এমন কোন মন্তব্য করবেন না , যেনো তা পাব্লিশের অযোগ্য হয় । বিষয় বস্তুর উপর মিল রেখে মন্তব্য করুন।