Friday, June 14, 2013

এইচটিএমএল এর খুটি নাটি পর্ব ১০ [ লিস্ট ট্যাগের ব্যাবহার ]

সবাইকে স্বাগতম,ধারাবাহিক পর্বে আজকে আমরা শিখবো এইচটিএমএল এর লিস্ট ট্যাগের ব্যাবহার ।
*** এইচটিএমএল   এ ৩ প্রকার লিস্ট থাকে । সেগুলো হলোঃ
১. ধারাবাহিক ভাবে শুরু হওয়া Ordered list = <ol>
২. ধারাবাহিক হীন ভাবে শুরু হওয়া unordered list = <ul>
৩. সংগামলুক ভাবে শুরু হওয়া definition list =<dl>
এখন বিস্তারিত দেখুনঃ লিস্ত বানাতে হলে , Ordered list/ unordered list/ definition list যাই থাকুন না ক্যান , এই গুলোর ভিতরে আমাদের কে লিস্ট আইটেম গুলো কে রাখতে হবে ।
লিস্ট আইটেম টাগ হচ্ছে  <li>  </li>..
প্রথমে , ১. ধারাবাহিক ভাবে শুরু হওয়া Ordered list = <ol> . যেমন ১.২.৩ এই ভাবে শ্রেণী ভাবে শুরু হবে । Ordered list আবার চার প্রকার ,
যেমন বড় হাতের A, ছোট হাতের a , রোমান নম্বর , বর্ণ টাইপের হতে পারে ।
নোটঃ ট্যাগের ভিতরে Attribute ইউজ করে নিদ্রিস্ত সংখ্যা থেকে শুরু করা যেতে পারে ।
উদারনঃ <ol start="4">

<ol>
<li> Money </li>
<li>Wife</li>
<li>Car</li>
</ol>

এখন প্রিভিউ দেখেন । ক্লিয়ার ............. :)
* এছাড়া বাকি চার প্রকার ordered list ইউজ করতে হলে , আরম্ব করতে হলে , এইভাবে লিখতে হবে ।
<ol type="A">
<ol type="a">
<ol type="I">
<ol type="i">

২. ধারাবাহিক হীন ভাবে শুরু হওয়া unordered list = <ul> .. এই ট্যাগ ইউজ করে বুলেট লিস্ট বানানো যায় ,
আবার বুলেট লিস্ত ৩ প্রকার.
>  squares
> discs
> circles


<ul>
<li> Money </li>
<li>Wife</li>
<li>Car</li>
</ul>
এখন প্রিভিউ করে দেখুন


কিভাবে squares ,discs,circles লিস্ট ইউজ করতে হয় ?
<ul> এই ট্যাগের ভিতরে Attribute হিসাবে উল্লেখ করে দিলেই হবে । অনেক টা উপরের Ordered list এর মতো ।
মনে করেন আমি square ইউজ করবো , তাহলে আমার ট্যাগ টা হবে
<ul type=" square ">
* মনে করুন আমি disc ট্যাগ ইউজ করব , তাহলে
<ul type="disc">
আর মনে করুন আমি circle ট্যাগ টা ইউজ করব , তাহলে
<ul type="circle">
এই ভাবে আমাকে লিখতে হবে ।

definition list ট্যাগ  হচ্ছে যাকে দেখাতে চান ,তাকে বোল্ড করে দেখনো ।
efinition list tag এর মধ্যে আরও দুটি tag অর্ন্তভুক্ত সেগুলো হলো ১. <dt> ২. <dd> ।

<dl> tag: লিস্ট এর শুরু জন্য এই ট্যাগ ব্যবহার করা হয় ।

<dt> tag:   যাকে  সংজ্ঞায়িত(Define) করবো এই ট্যাগ ব্যবহার করে তার নাম লেখা হয়।

<dd> tag: <dt> tag এ যে নাম লেখা হয়েছে তার সম্পর্কে এখানে আলোচনা হয় ।

<dl>
<dt><b>Bangladesh</b></dt>
<dd>Bangladesh is a Freedom country </dd>
</dl>এখন তাহলে লিস্ট ট্যাগের ইউজ সম্পর্কে জানতে পারলেন , তাহলে এখন চর্চা করা স্টার্ট ক্রএ দেন ;)




0 comments :

Post a Comment

দয়া করে এমন কোন মন্তব্য করবেন না , যেনো তা পাব্লিশের অযোগ্য হয় । বিষয় বস্তুর উপর মিল রেখে মন্তব্য করুন।