Friday, June 28, 2013

এইচটিএমএল এর খুটি নাটি পর্ব ১১ [ কালার কোড ]

 
সবাইকে স্বাগতম,ধারাবাহিক পর্বে আজকে আমরা শিখবো এইচটিএমএল এর কালার কোডের ব্যাবহার।

>> এইচটিএমএল এ কালার সেট করার জন্য ৩ টা ওয়ে ফলো করা হয় , 

যেমনঃ 

১. সরাসরি কোন কালালের নাম লিখে , 
২. আর জি বি মান লিখে 
৩. হেক্সাডেসিমাল নিন্নয় করে । ( গানিতিক ভাবে ) 

আমরা এখন দেখবো ,কিবাবে সরাসরি কালালের নাম লিখে বডির কালার চেঞ্জ করা যায় । 

<body bgcolor="black">

২. আর জি বি মান লিখে 

জানিয়ে রাখা ভালো, Red ,Green এবং Black এই তিনটা কালার কে একসাথে  আর জি বি কালার বলে। 


bgcolor="rgb(0,255,0)" এটা হচ্ছে নীল , কালালের কোড । এভার দেখুন বডির কালার চেঞ্জ হয়ে ব্লু হয়ে গেছে :) 

৩. হেক্সাডেসিমাল নিন্নয় করে ।

এই কালার টি সবচেয়ে বেশি ব্যাবহার এবং জনপ্রিয় একটি কালার কোড । এটি ৬ ডিজিট দিয়ে লেখা হয় । 


প্রথম ২টি হচ্ছে = RR(Red )
 ২য় ২টি হচ্ছে = GG(Green)
৩য় ২টি হচ্ছে = BB(black )

এটি লিখা হয় bgcolor="#RRGGBB" এই ভাবে । 

এইচটিএমএল কালার কোড নেট থেকে ধার করে নিতে হয় :P 


 সব গুলোকালের একটা ফডু 

ফর আসল ছবিঃ http://www.theodora.com/gif4/html_colors.gif



এখানে দেখতে পারেনঃ http://www.immigration-usa.com/html_colors.html 

গুগলে গিয়ে htnl color code list লিখে সার্চ দিলে ,সব ধরনের কালালের লিস্ট পাবেন । 

অবশেষে বলেতে চাই , কালার কোড ইউজ করার জন্য এখন সবাই CSS ইউজ করে করে , কারন সহজ এবং নিরাপদ ।

0 comments :

Post a Comment

দয়া করে এমন কোন মন্তব্য করবেন না , যেনো তা পাব্লিশের অযোগ্য হয় । বিষয় বস্তুর উপর মিল রেখে মন্তব্য করুন।