Sunday, June 30, 2013

এইচটিএমএল এর খুটি নাটি পর্ব ১২ [ ফন্টের ব্যাবহার ]





আজকে আমরা দেখবো কিভাবে এইচটিএমএল  ইউজ করে ওয়েব পেজের  ফন্ট কে চেঞ্জ করা যায় । এছাড়া ফন্ট ট্যাগ ইউজ করে পেজের স্টাইল, কালার এবং ডিফল্ট ফন্ট কে চেঞ্জ করতে হয় ?

<font> ট্যাগ ইউজ করে পেজের কিছু নিদ্রিস্ট ফন্ট কে চেঞ্জ করা যায় এছাড়া

... <basefont>  ট্যাগ ইউজ করে , পেজের সকল ফন্ট কে চেঞ্জ করা যায় ।

font Size ...

Font Size "Attribute" ইউজ করে পেজের ফন্টের সাইজের মান চেঞ্জ করা যায়।

<p>
<font size="7"> Amader choto nodi chole bake bake ... </font>
</p>

** মনে রাখতে হবে , ফন্টের সর্বচ্চো হচ্ছে ৭ এবং সর্বনিম্ন হচ্ছে ১ .

Font color :


Font color  "Attribute" ইউজ করে পেজের ফন্টের  কালার  চেঞ্জ করা যায়।

<p>
<font color=" কালারের নাম/মান "> amader choto nodi chole bake bake .. </font>
</p>

Font Face ইউজ করে Font এর Style চেঞ্জ করা হয় । তবে চেঞ্জ করার আগে যে ফন্ট টা দিতে চান , সেটা পিসি তে ইন্সটল আছে কিনা চেক করে নিতে হবে , না হলে ডিফল্ট ফন্ট হিসাবে Times New Roman ফন্ট শো করবে ।

<p>
<font face="comic sans ms"> amader choto nodi chole bake bake .. </font>
</p>

তাহলে আজ এখানে শেষ করলাম ।

0 comments :

Post a Comment

দয়া করে এমন কোন মন্তব্য করবেন না , যেনো তা পাব্লিশের অযোগ্য হয় । বিষয় বস্তুর উপর মিল রেখে মন্তব্য করুন।